রোববার   ১৯ মে ২০২৪ || ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ || ০৯ জ্বিলকদ ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সাবেক কাউন্সিলর রাজীবের জামিন 

স্টাফ করেসপন্ডেন্ট

১৪:১০, ১৬ নভেম্বর ২০২২

২৫২

সাবেক কাউন্সিলর রাজীবের জামিন 

অবৈধ সম্পদ অর্জনের মামলায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিল মো. তারেকুজ্জামান রাজীবের জামিন মঞ্জুর করেছেন আদালত। 

বুধবার (১৬ নভেম্বর) ঢাকার সাত নম্বর বিশেষ জজ আদালতের বিচারক প্রদীপ কুমার রায়ের আদালচ জামিনের  আদেশ দেন।

এদিন আসামি পক্ষের আইনজীবী খাজা গোলামুর রহমান জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধী করেন। উভয় পক্ষের শুনানি আদালত শেষে রাজীবের ১০ হাজার টাকা মুচলেকায়  জামিনের আদেশ দেন।
 
২০১৯ সালের ১৯ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার ৮ নম্বর রোডের ৪০৪ নম্বরে এক বন্ধুর বাসা থেকে কাউন্সিলর রাজীবকে আটক করে র‌্যাব। ওই বছরের ৬ নভেম্বর কাউন্সিল রাজীবের ২৬ কোটি ১৬ লাখ ৩৫ হাজার ৯০৫ টাকার অবৈধ সম্পদের অর্জনের অভিযোগে দুদকের সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী মামলাটি দায়ের করেন। ২০২১ সালে দুদকের সহকারী সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত